‘দিথীকে আত্মহত্যায় প্ররোচিতকারী মামুনের সর্বোচ্চ শাস্তির দাবি’
বরিশাল প্রতিনিধি :: মেধাবী ছাত্রী হাফসা আক্তার দিথীকে যৌন নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচিত করায় সন্ত্রাসী মামুনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঝালকাঠির রায়পাশা হাফসা আক্তার দিথীর আত্মহত্যায় প্ররোচিত করায় সন্ত্রাসী মামুনের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ১৪ জানুয়ারি সকাল ১০টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হাফসা আক্তার দিথীর বাবা নান্টু হাওলাদার, দিথীর মা মর্জিনা বেগম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, দিথীর ফুপু খাদিজা বেগম, মামা মাহফুজ হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া আক্তার, শানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুজন হাওলাদার, বিজন শিকদার, সাইফুল ইসলাম।
দিথীর বাবা-মা কান্নাবিজরিত কন্ঠে বারবার হত্যাকারী সন্ত্রাসী মামুনে...