৭ নেতা-কর্মীর মুক্তি সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি ছাত্র ফ্রন্টের
অধিকার ডেস্ক:: লেখক মোশতাক হত্যার প্রতিবাদে ২৬ তারিখ মশাল মিছিল থেকে আটককৃত ৭ ছাত্র নেতা আরাফাত সাদ, নজির আমিন জয়, তামজীদ হায়দার চঞ্চল, জয়তী চক্রবর্তী, নাজিফা জান্নাত, তানজিম রাফি ও আকিফ আহমেদের জামিন নামঞ্জুর করে রায় দেয়ার প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।
এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, দেশের অভ্যন্তরে এক ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হরণ করা হচ্ছে মানুষের কথা বলার অধিকার। সামান্য স্ট্যাটাস দেয়া ও কার্টুন আঁকার জন্য লেখক মোশতাক, সাংবাদিক কাজল, কার্টুনিস্ট কিশোরসহ গ্রেফতার করা হয় অনেককে। কারান্তরীণ অবস্থায় মৃত্যু হয় মোশতাকের। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে দেশের ছাত্র সমাজ ও সচেতন মানুষ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনা মহামারীতে জনগনের জীবন অতিষ্ট অন্যদিকে এই সংকট নিয়ে কথা বলার জায়গায় সরক...