ক্ষমতা হারানোর ভয়ে সরকার ভিন্নমতকে দমিয়ে রাখতে চায় : নুর
অধিকার ডেস্ক:: ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত সরকার মামলা-হামলা করে বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে দমিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে এ মন্তব্য করেন তিনি।
রংপুরে প্রতিবন্ধী অটোরিকশা-চালককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতিবাদী কর্মসূচিতে পুলিশ, ছাত্রলীগ, শ্রমিকলীগের হামলার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলটি বিজয়নগর থেকে শুরু করে পল্টন, কাকরাইল, মৌচাক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে নুর বলেন, গুম-খুনের মাধ্যমে সরকার একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে চায়। কিন্তু তারা চাইলেও আর অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারবে না। তাদের সময় শেষ হয়ে আসছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুলহক নুর বলেন, জনগ...