প্রগতিশীল নারী সংগঠনগুলোর ১১ দফার প্রতি রবের সমর্থন
অধিকার ডেস্ক:: ধর্ষণসহ নারী ও শিশু হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে নারী সমাজের ১১ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দলের দফতর সম্পাদক আবুল মোবারকের সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়। গত শুক্রবার (২৭ নভেম্বর) দেশে নারী ও শিশু নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকারের প্রতি ১১ দফা দাবি জানায় প্রগতিশীল ছয়টি নারী সংগঠন।
বিবৃতিতে জেএসডি নেতারা বলেন, ‘মৃত লাশের সঙ্গে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ভয়ঙ্কর পরিবেশ আমাদের সমাজকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে। ধর্ষণ,হত্যা ও নিপীড়নের প্রতিটি ঘটনা বর্বরতাকেও হার মানাচ্ছে।’
জেএসডি নেতাদের ভাষ্য, এসব কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সমগ্র সমাজ ব্যবস্থার অবক্ষয়ের প্রতিফলন।
তারা মনে করেন, ধর্ষণ বন্ধে সামাজিক প্রত...