কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
অধিকার ডেস্ক:: তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত বাৎসরিক উদ্যোগের অংশ হিসেবে কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কলকাতার নন্দন সিনেমা হলে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি এই উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব দুই বাংলার নৈকট্য গভীর করতে আরও অবদান রাখবে।
পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনার তৌফিক হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইমুম সারোয়ার কমল, বিএফডিসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচি...