নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরের আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গনেশ পাল দিপুকে ICT4E সিলেট জেলা শিক্ষক এম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সরকারের a2i কর্তৃক গনেশ পাল দিপুকে সিলেট জেলা এম্বাসেডর হিসেবে এই মনোয়ন প্রদান করে।
গনেশ পাল দিপু বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গনেশ পাল দিপুর উদ্ভাবিত ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার’ ২০২০ সালে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছিল।
গনেশ পাল দিপু মানসম্মত প্রাথমিক শিক্ষার স্বার্থে বিদ্যালয়ের সকল সরকারি ও বেসরকারি বরাদ্দকৃত অর্থের ও বিদ্যালয়ের অর্থনৈতিক খাতের যথাযথ ব্যবহার নিশ্চিত কারার জন্য এই ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার’ উদ্ভাবন করেন।