সে মানুষ নয় মানবী!
প্রতিমা দাশ ::
সে তো মানুষ নয় মানবী! তাকে তুমি খুঁজে নাও তৃষ্ণায়, শরীরে,আকাঙ্ক্ষায়!
ব্রহ্মাণ্ডের মতো বিশাল হৃদয়ের প্রতিধ্বনির শব্দ পাও না!
সন্নিকটেই থাকো তুমি,, সাক্ষাৎ খুঁজো না তার মনের অস্তাচলের।
তুমি ধর্মে খুঁজো পৌরুষ মানে দিগবিজয়ী আরাধনায় ধর্ম সেবা।
তুমি কর্মে খুঁজো শিকল মোড়ানো মানবী পাখি।
তুমি জানতে চাও না, মানবী তোমাকে খুঁজে গেছে বসন্তের ফুলের প্রতিটি অনুরণনে!
তোমার সাথে পুনরালিঙ্গনে স্বপ্নাবিষ্ট নবপল্লবিত সৃষ্টির নতুন অধ্যায়ের!
হে নির্বাক দৈব, তোমার অগোচরে অন্তযার্মী সহস্র বছর সাধনায় এঁকেছিলো তার হৃদয়ের রক্তস্রোত,
আর তুমি, মিথ্যে তলোয়ারের শান দাও মনুষ্য রক্তের পিপাসায়!
অথচ, তার সুপ্ত স্বপ্নের শিরায় শিরায় দুর্বার ভালবাসার টান!
পঙ্গু নাবিক তোমরা!! বিবাগী জাহাজে তার শরীর খুঁজেই কাটিয়ে দাও এক জনম।
অযাচিত সাম্রাজ্যবাদী হয়ে ভুল নিশানায় বলীয়ান হও!
অমাবস্যার তিমিরে মগ্ন হয়...