সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত সৈয়দ আবুল মকসুদ
অধিকার ডেস্ক:: প্রখ্যাত লেখক, গবেষক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের মানুষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় ফুলেল শ্রদ্ধায় সিক্ত করা হয় সৈয়দ আবুল মকসুদকে।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে শুরুতেই আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল।
পরে একে একে শ্রদ্ধা জানায় দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলা...