তিন দশকে মুজিব হয়ে ওঠেন জাতির পিতা
মুজাহিদুল ইসলাম সেলিম ::
প্রশ্ন :আপনি বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। তিনি কীভাবে মুজিব থেকে জাতির পিতা হয়ে উঠলেন?উত্তর :শেখ মুজিবুর রহমান শুরুতে বঙ্গবন্ধু বা জাতির পিতা ছিলেন না। শুরুতে তিনি ছিলেন দুরন্ত কিশোর 'মুজিবর'। অনেকের কাছে 'মুজিবভাই'। এরপর 'মুজিবুর রহমান' অথবা 'শেখ মুজিবুর রহমান'। তারপর বহুদিন ধরে মানুষের মুখে মুখে তার নাম ছিল 'শেখ সাহেব'। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর তার নতুন পরিচয় হয় বঙ্গবন্ধু নামে। তিন দশকের রাজনৈতিক জীবনে একাত্তরের পর তিনিই অভিহিত হন স্বাধীন দেশের স্থপতি জাতির পিতা হিসেবে।
প্রশ্ন :বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উত্তরণ, বিবর্তনকে কীভাবে দেখেন?উত্তর :তিন দশকের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর চিন্তাধারা ও জীবন দর্শনেরও ক্রম-উত্তরণ ঘটেছিল। তার রাজনৈতিক জীবনের শুরুটি ছিল 'পাকিস্তান আন্দোলনের' লড়াকু ছাত্র-কর্মী হিসেবে, 'লড়কে লেঙ্গে পাকিস্তান'-এর স্লোগানধারী হিসেবে। ...