‘৭৩-এর সংসদ ও একজন আবদুল্লাহ্ সরকার’
অধিকার ডেস্ক:: বাংলাদেশের বাম আন্দোলনের অন্যতম নেতা আবদুল্লাহ্ সরকার। আবদুল্লাহ্ সরকার ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য হয়েছিলেন। স্বতন্ত্র সংসদ সদস্য হলেও সংসদে দেওয়া বক্তব্য দিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করেছিলেন। ৭৩-এর সংসদে আবদুল্লাহ্ সরকার দেওয়া বক্তব্য নিয়ে বেরিয়েছে ‘৭৩-এর সংসদ ও একজন আবদুল্লাহ্ সরকার’ নামে গুরুত্ব পূর্ণ বই। বইটি অমর একুশের বইমেলায় সংহতি প্রকাশন-স্টল নম্বর ৫২১ এবং ৫২২ এবং অংকুর প্রকাশনী-স্টল নম্বর ৬২৫,৬২৬ , ৬২৭ পাওয়া যাবে। এই বইয়ের উপর আনিস আলমগীরের লেখাটি অধিকারের পাঠকদের জন্য তুলে ধরা হল:
প্রয়াত বাম নেতা এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য আবদুল্লাহ্ সরকারকে নিয়ে একটি বই বেরিয়েছে—‘৭৩-এর সংসদ ও একজন আবদুল্লাহ্ সরকার’। নামেই স্পষ্ট যে এটি সংসদে...