ওয়ানডের জন্য টাইগারদের ১৮ জনের দল!
অধিকার ডেস্ক:: প্রথম প্রস্তুতি ম্যাচ শেষ। ১৬ জানুয়ারি দ্বিতীয় ও শেষ গা গরমের ম্যাচ। এখন একটাই প্রশ্ন, দল ঘোষণা হবে কবে? নির্বাচকরা কি দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচটাও দেখবেন, নাকি তার আগে শুক্রবারই দল দিয়ে দেবেন? ক্রিকেট অনুরাগীদের কৌতুহল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোজা জানিয়ে দিলেন, ‘আমরা ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ওইদিনই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
এ তথ্য দেয়ার পাশাপাশি নান্নু আরও একটি কথাও বলেছেন। যেহেতু করোনায় জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়টি আছে। তাই অন্য সময়ে যেমন হোম সিরিজে ম্যাচের আগের দিনও ক্রিকেটারকে দলে টানা যায়, এবার তা করার কোনই সুযোগ নেই। এ কারণেই ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনে দল সাজাতে চান নির্বাচকরা।
১৮ জনকে এক সাথে ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নান্নু বলেন, ‘শুধু বায়ো বাবলে থাকাই নয়, কেউ হঠাৎ করোনায় আক্রান্ত...