বিশ্বসেরা আর্চারি তালিকায় রোমান সানা
অধিকার ডেস্ক :: বিশ্বসেরা আর্চার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে রোমান সানার নাম। বছরটা দুর্দান্ত গেছে এই বাংলাদেশি আর্চারের। একের পর এক সাফল্য দিয়ে দেশকে করেছেন গর্বিত।
দেশের ক্রীড়াঙ্গনের নতুন তারকা হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছেন। তার সাফল্যের স্বীকৃতি দিল বিশ্ব আর্চারি ফেডারেশনও। ২০১৯ সালে বিশ্বসেরা আর্চার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
বছরের শেষ দিন বিশ্ব আর্চার ফেডারেশনের ওয়েবসাইটে আর্চারির বিভিন্ন বিভাগে সেরাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। গোটা জানুয়ারি মাস জুড়ে অনলাইন ভোটিং ও বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে নির্বাচন করা হবে আর্চারির বিভিন্ন ইভেন্টের সেরাদের। রোমান সানা তার প্রিয় রিকার্ভ ইভেন্টে সেরা পুরুষ আর্চার হিসেবে স্থান পেয়েছেন এই সংক্ষিপ্ত তালিকায়।
রোমানের সঙ্গে আর্চারির বিশ্বসেরা কোচ নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশ আর্চারি দলের কোচ...