যবিপ্রবির অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা
যবিপ্রবি প্রতিনিধি:: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যবিপ্রবির প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তর দে শুভ। তিনি বলেন, দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করি। দুপুরে আন্দোলন তুলে নিতে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। আর রাতে বহিরাগত আজিজ ও রাসেল ...