অধিকার ডেস্ক :: বিপিএল আয়োজন নিয়ে আর কোন সংশয় নেই। আগামী ৮ই ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর, ১৫ই নভেন্বর হবে প্লেয়ার ড্রাফট।
অনেকের মনেই প্রশ্ন। টাইগার ক্রিকেটে এত উথাল পাথালের মধ্যে হবে তো বিপিএল? সেই প্রশ্নের জবাব পাওয়া গেছে। পূর্ব নির্ধারিত তারিখের চেয়ে দুই থেকে তিনদিন পিছিয়ে আয়োজন করা হবে এবারের বিপিএল।
এছাড়া, আগের যে কোন আসরের তুলনায় এবার বিপিএলের ওপেনিং হবে আরও জমকালো, আরও আকর্ষনীয়।
এদিকে, প্লেয়ার অকশনসহ সব কাজ গুছিয়ে এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সাত দলের টুর্নামেন্ট নিজেদের নিয়ন্ত্রণে রাখবে বিসিবি। পাঁচ দলের স্পন্সর চূড়ান্ত। বাকি দুই দল কুমিল্লা ও রংপুরের সব খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলা হবে আগের তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
সাকিব আলা হাসান না থাকায় কিছুটা হলেও ম্লান হবে বিপিএলের জৌলুস মনে করেন বিপিএলের কর্মকর্তারা।
সূত্র : ডিবিসি নিউজ