ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ওয়াদুদ (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৫নং হরিপুর ইউনিয়নের কান্দাল গ্রামের পার্শ্ববর্তী নাগর নদীতে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরের আঃ ওয়াদুদ (৬০) বৃহস্পতিবার (৬ই আগষ্ট) সকালে মাছ ধরতে গিয়ে দুপুরে নদীর পানিতে নিখোঁজ হয়। ঐ দিন অনেক খোজখুজি করেও পাওয়া যায়নি তাকে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রানীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় পরিবারের লোকজন স্থানীয়দেরকে সাথে নিয়ে অনেক খোঁজাখুঁজির পরে সকাল ৯টায় ওয়াদুদ এর মৃত দেহ টি নাগর নদী থেকে উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৫নং হরিপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান (মংলা)।