অধিকার ডেস্ক :: সৌদি আরব সরকার আরও ৬১ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠিয়েছে। নিয়মভঙ্গের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রোববার রাতে এই শ্রমিকরা দেশে পৌঁছেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকা, ইকামা থাকলেও বৈধ স্পন্সর না থাকা প্রভৃতি কারণ দেখিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
২০১৭ সালে পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ বাংলাদেশি কর্মী সৌদি যান। পরের বছরে যান দুই লাখ ৫৭ হাজার ৩১৭। চলতি বছরের আগস্ট পর্যন্ত গিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৭১ জন।
ব্র্যাক মাইগ্রেশনের তথ্যানুযায়ী, চলতি বছরে প্রায় ১৮ হাজার কর্মী দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। আরও বহু কর্মী নিজ উদ্যোগে ফিরে এসেছেন। তাদের সংখ্যাটি অজানা।