চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নবেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বাড়বকুণ্ড সেবা ফিলিং স্টেশন থেকে তাদের আটক করে র্যাব-৭ এর একটি দল। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও আটাশ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নয়া পাড়া এলাকার মো. জালাল আহাম্মদের পুত্র মো. কবির (৩২) ও হাটহাজারী উপজেলার খাইরুল বশরের পুত্র মো. সালাউদ্দিন চৌধুরী (৩২)।

র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবত তারা নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অস্ত্র সাপ্লাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।