নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থানাধীন বুরহানপুর এলাকাস্থ পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।
আটক দুজন হল- উপজেলার জামডর গ্রামের মো. আকতার আলীর ছেলে আলী আহমেদ (৩০) ও মনতৈল গ্রামের মৃত রফিক আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।