অধিকার ডেস্ক:: ছাত্র ইউনিয়ন, সিপিবি’র সাবেক বিশষ্ট নেতা ও দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঐক্য ন্যাপ সভাপতি বর্ষীয়ান জননেতা পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল্লা তারেক।
তারা মুনীরুজ্জামানের ৬৯-এর ছাত্র-গণআন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর স্মরণীয় ভূমিকার কথা উল্লেখ করেন। নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।