অধিকার ডেস্ক :: সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান আর নেই। শনিবার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন । বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। মোবারক হোসেন খান উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
জানা গেছে, মোবারক হোসেন খানের দুই ছেলে দেশের বাইরে অবস্থান করছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে আসছেন তারা। বারডেমের হিমাগারে রাখা আছে গুণী এই মানুষটির মরদেহ।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার পান।