অধিকার ডেস্ক :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, যে যুব কমিউনিস্টরা আজকের ক্যাম্পে অংশ নিয়েছেন তারাই আগামীতে দেশ, জাতি ও জনগণকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লড়াইয়ে মূল নেতৃত্ব দিবে।
শনিবার বগুড়ায় সিপিবি’র রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী যুব কমিউনিস্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে নওগাঁ জেলা পার্টির সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় প্রথম অধিবেশনে ‘মতাদর্শগত শিক্ষা ও লড়াই-সংগ্রাম প্রসঙ্গে’ আলোচনা উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মো. কিবরিয়া।
দ্বিতীয় অধিবেশনে ‘বাংলাদেশ তথা ভারতীয় উপ-মহাদেশের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস’ সংক্রান্ত আলোচনা উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতন।
ক্যাম্পের সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অধিবেশনে রাজশাহী জেলার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা উত্থাপন ও সঞ্চালনা করেন বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ। বক্তব্য রাখেন সিপিবির বিভাগীয় সমন্বয়ক রাগীব আহসান মুন্না।
এসব আলোচনা প্রেক্ষিতে ক্যাম্পে অংশগ্রহনকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং আলোচকরা সেসব প্রশ্নের উত্তর দেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, রাজশাহী জেলার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না, নওগাঁ জেলার সভাপতি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বগুড়া জেলার সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ, জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাটোর জেলার সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বগুড়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দুলাল কুন্ডু প্রমুখ।
এর আগে গতকাল শুক্রবার সকালে বগুড়া জেলার সভাপতি জিন্নাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ফরিদের নেতৃত্বে রাজশাহী বিভাগের ৮ জেলার যুব ক্যাম্পে অংশগ্রহণকারি আড়াইশ জনসহ পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কিবরিয়া, অন্যান্য কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ঐতিহাসিক মহাস্থানগড় ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন।