নিজস্ব প্রতিবেদক :: সারাদেশে নারী ও শিশু নির্যাতন রোধ, শিশু তুহিন হত্যার বিচার ও সামজিক অবক্ষয় রোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শিশু কিশোর মেলা বাড্ডা থানা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ।
আজ শনিবার (০২ নভেম্বর) মধ্যবাড্ডার ফুট ওভার ব্রীজের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিশু কিশোর মেলা বাড্ডা থানার সংগঠক মোঃ সজীব হোসেনের সভাপতিত্ত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বাড্ডা থানার সংগঠক শ্রমিক নেতা আবদুল মান্নান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সংগঠক রিয়াজ মাহমুদ, বাড্ডা থানার সংগঠক শাওন, সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলা মহাখালী মডেল হাই স্কুল বালিকা শাখার সভাপতি মেহবুবা আক্তার ফেরদৌসী ও বালক শাখার সভাপতি শাকিবুল ইসলাম শাকিল। সমাবেশ পরিচালনা করেন শিশু কিশোর মেলা বাড্ডা থানার সংগঠক শরিফ হোসেন।
সমাবেশে বক্তারা শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার এবং নারী-শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।