সিলেট প্রতিনিধি :: স্মৃতিচারণা, সুর আর বাণীতে বিমোহিত হলো সংগীত পিয়াসীরা। সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার (২১ অক্টোবর ), বিকাল ৫:০০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি চিত্রশালায় আয়োজন করা হয় শ্রোতার আসর ‘বৈঠকি’।
এই বৈঠকি অনুষ্ঠানে কিছু পুরোনো ও হৃদয়স্পর্শী গান শোনান একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাশ ও জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় প্রথমবারের মতো আয়োজিত এই বৈঠকি অনুষ্ঠানে শিল্পীরা তাঁদের পছন্দের গানের পাশাপাশি শ্রোতাদের
অনুরোধের গান, স্মৃতিচারণা, স্মরণীয় মুহুর্ত এবং সংগীতশিল্পী আগামী প্রজন্মের নিকট প্রত্যাশাগুলো তুলে ধরেণ।
অনুষ্ঠান শেষে বৈঠকির আসরের মূল শিল্পী দুজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। ত্রৈমাসিক হিসেবে এখন থেকে শিল্পকলা একাডেমির এই আয়োজনটি
চলমান থাকবে।