অধিকার ডেস্ক:: গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্থগিতকৃত ৭ কলেজের পরীক্ষা চালু, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও হল খোলার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুউদ্দীনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ছায়েদুল হক নিশান, ইডেন কলেজের সংগঠক রাবেয়া কণিকা প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রায় ১১ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকার সারাদেশের সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চালু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে উল্টো পথে হাটছে। কারণ সরকার শিক্ষার্থীদের ভয় পায়, শিক্ষা-প্রতিষ্ঠান খুললে রাষ্ট্রীয় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে সেই ভয়ে প্রতিষ্ঠান খুলছে না। দীর্ঘ দিন পর ৭ কলেজের পরীক্ষা চালু হলেও হঠাৎ করে চলমান পরীক্ষা বন্ধ করে তাদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে স্থগিতকৃত পরীক্ষা চালু ও সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও হল খুলে দেওয়ার জোর দাবি জানান।