ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রানিশংকৈল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোশারফ হেসেন বুলুর আয়োজনে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রনিশংকৈল উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোশারফ হেসেন বুলু তার লিখিত বক্তব্যে জানান, রানিশংকৈল উপজেলায় অনিয়মতান্ত্রিক ভাবে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের নাম ঘোষিত হয়েছে। তাদের অনেকেই স্বাধীনতা বিপক্ষের শক্তি ও জামাত শিবির সহ জাতীয় পার্টির সক্রিয় কর্মী এবং এসব কমিটি তারা রাতের অন্ধকারে টাকার বিনিময়ে করেছেন। অনেকেই জুয়া ও মাদক ব্যাবসায়ী হিসেবে এ উপজেলায় সকলের কাছেই পূর্ব পরিচিত। এছাড়াও রানিশংকৈল উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কমিটি ও সংগঠনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাদ দেবার প্রবনতাও লক্ষ করা যাচ্ছে। তারা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন না করেই প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন করে যাচ্ছে। উপরোক্ত বিষয়গুলি বিভিন্ন সময়ে জেলা কমিটিকে লিখিত অভিযোগ করা হলেও এ সমস্যার প্রতিকার পাওয়া যায়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রানিশংকৈল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, রানিশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আঃ বাকি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন।