চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বৌদ্ধ মন্দিরের জমি দখল চেষ্টার প্রতিবাদে নগরীর জামালখান মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার রুখো সাম্প্রদায়িকতার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি বৌদ্ধমন্দিরের জমি দখল করার জন্য প্রভাবশালী একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয়ে প্রশাসন নিরব আর এর প্রতিবাদ করা ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে মামলা হয়েছে। মানববন্ধন থেকে রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা সকলের বিচার, ধর্মীয় সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা বিধান ও ব্লগার আসাদ নূরের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।