আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ঘিরে রেখেছে একদল পুলিশ। সেখানে ‘গুলির শব্দ’ শোনা গেছে বলে ঘটনাস্থলে উপস্থিত নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থল থেকে বিবিসির ওই প্রতিবেদক জানান, তিনি ব্রিজের ওপর কয়েকজনকে লড়তে দেখেন। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গুলির শব্দ পাওয়া যায়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, তারা লন্ডন ব্রিজে একটি ‘পরিস্থিতি’ মোকাবেলা করছেন। পাশাপাশি তারা ঘটনাস্থলে কাছাকাছি থাকা লোকজনকে পুলিশের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছেন।