মৌলভীবাজার প্রতিনিধি:: জেলায় জেলায় পরীক্ষারগার স্থাপন ও পরীক্ষার ব্যবস্থা করাসহ ১১ দফা দাবিতে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ অনুষ্ঠিত।
আজ ২১ জুন ২০২০ রবিবার সকাল ১১ টায় বাম গণতান্ত্রিক জোট দুপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনা চত্তরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক অ্যাড. মঈনুর রহমান মগনু, কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ বলু, উদিচী জেলা সংসদের সাধারন সম্পাদক মীর ইউসুফ আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক শামীম আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় বাজেটের ২০% স্বাস্থ খাতে বরাদ্দ প্রদান, মৌলভীবাজার সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করে দৈনিক ৭০০ জনের করোনা পরীক্ষার আয়োজন করা, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা, সদর হাসপাতালে পর্যাপ্ত ICU ভেন্টিলেশন এবং সার্বোক্ষনিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা, করোনা মুকাবেলায় নিয়োজিত সম্মূখ যোদ্ধাদের পর্যাপ্ত মানসম্মত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা, ভূমিহীন ও ক্ষেতমজুরদের আর্মি রেটে গ্রামীন রেশনিং ব্যবস্থা চালু করা, শমসের নগর রোডের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল করতে হবে।
সমাবেশে বক্তারা করোনা দূর্যোগ মুকাবেলায় সরকারের গৃহিত পদক্ষেপ সমূহের অব্যবস্থাপনার ও সমন্বয়হীনতার সমালোচনা করে অবিলম্বে দেশ ও জাতির রক্ষাকল্পে অবিলম্বে যথাযথ কার্যকর পদক্ষেপের জোর দাবি জানান। অন্যথায় জনগনকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।