মৌলভীবাজার প্রতিনিধি:: গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার, ২১ ফেব্রুয়ারি বেলা ১২ টায় মৌলভীবাজার শহরস্থ সংগঠন কার্যালয়ে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মৌলভীবাজার জেলা সংগঠক রাকেশ রুদ্র পালকে আহবায়ক, শান্ত দাসকে সদস্য সচিব ও অনুপ দে কে যুগ্ম সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শোষণমুক্তির স্বপ্ন নিয়ে গোটা দেশে অভূতপূর্ব ছাত্র জাগরণের লক্ষ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল পরিচালিত হচ্ছে। এই সংগঠন ছাত্রদের নৈতিক মানবিক প্রতিটি লড়াইয়ের সারথী হতে চায়৷ শিক্ষার সর্বজনীন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র কাউন্সিলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে।
সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলায় সংগঠনকে আরো গতিশীল, সুশৃঙ্খল ও সুসংহত করার লক্ষ্যে জেলা কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে ছাত্র কাউন্সিলের প্রতিটি নেতা কর্মীকে জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নৈতিক মানবিক মূল্যবোধ থেকে শিক্ষার আন্দোলনকে সমাজ বদলের আন্দোলনের মোহনায় মিলিয়ে নেয়ার আহবান জানানো হয়।