ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পর মুহাম্মদ আলাউদ্দিনকে তার নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টায় এঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে বেশ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও জানা গেছে।
নিহত বিকাশ এজেন্ট মুহাম্মদ আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ মজিবুল হক মোল্লার ছেলে।
স্থানীয় প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে এজেন্ট ব্যবসায়ী আলাউদ্দিন গলায় হাত ধরে আমার বাড়িতে দৌড়ে আসে। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তার পুরো শরীর ছিল রক্তমাখা। একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে তার স্ত্রীসহ ছেলে-মেয়ে ও স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। পরে তাকে মোটরসাইকেল করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মনপুরা উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউর রহমান জানান, গলাকাটা রোগিটির হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী দিবাকর চন্দ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।