অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৫ আগস্ট ২০২০ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ভাষা সৈনিক ও চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তযুদ্ধসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে মর্তুজা বশীরের সক্রিয় ভুমিকা ছিল।
তিনি ছিলেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি শুধু একজন বরেণ্য শিল্পীকে নয়, একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনা, সংস্কৃতি ও মূল্যবোধসম্পন্ন মানুষকে হারালো।