নিজস্ব প্রতবেদক:: বিজ্ঞানের সপক্ষে অখিল ভারত কণ্ঠস্বর’ এর আয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সারা ভারত জন-বিজ্ঞান সম্মেলন’ এ বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ এর কেন্দ্রীয় সমনয়কারী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিন সুব্রত সরকার।
আগামী ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিজ্ঞান সম্মেলন চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এই বিজ্ঞান সম্মেলনে ভারত ছাড়াও বিভিন্ন দেশের বিজ্ঞান সংগঠক আলোচনা করবেন।
বিজ্ঞানের উপর হিন্দুত্ববাদী আক্রমণ মোকাবিলা করতে এই ‘জন-বিজ্ঞান সম্মেলন’ করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
‘সারা ভারত জন-বিজ্ঞান সম্মেলন’ দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব প্রকাশ্য অধিবেশন চলবে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। আর ২য় পর্ব অন্দর অধিবেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
এদিকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পাওয়ায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ এর কেন্দ্রীয় সমনয়কারী ইমরান হাবিব রুমন বিজ্ঞানের সপক্ষে অখিল ভারত কণ্ঠস্বরকে ধন্যবাদ জানিয়েছেন।