কুমিল্লা প্রতিনিধি:: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা এবং বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিবাদে কুমিল্লার কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মানববন্ধন করেছে।
আজ শনিবার সকাল ১১ টায় কুমিল্লা টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পালনকারী সংগঠগুলো হলো: চারণ সাংস্কৃতিক কেন্দ্র , বিজ্ঞান আন্দোলন মঞ্চ , শিশু কিশোর মেলা , জনান্তিক নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংসদ কুমিল্লা, কুমিল্লা কবি ফোরাম।
মানববন্ধনে সংহতি জানায় উষসী সাহিত্য পরিষদ, ও নির্মাণ শ্রমিকরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কুমিল্লা জেলা সংগঠক ফারজানা আক্তার।
উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জহিরুল হক দুলাল, শরীফ আহমেদ অলী সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীরা যেন পার পেয়ে না যায় এবং বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে যে চক্রান্ত চলছে তার বন্ধের দাবি জানান।