বগুড়া প্রতিনিধি:: পরিবেশ রক্ষার দাবিতে বগুড়া সাইকেলিস্টদের আয়োজনে সাতমাথায় বিকাল ৫টায় মানববন্ধন শেষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নিউটন ব্যাপারীর নেতৃত্বে বিভিন্ন প্লেকার্ড সম্মিলিত সাইকেল র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মানববন্ধন শেষে ও সাইকেল র্যালি শুরুর পূর্বে সংগঠনের সভাপতি নিউটন ব্যাপারীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুলতান ইসলাম, রাহেল, ইব্রাহিম, আলিফ, জেমস, রবি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পরিবেশ বাঁচাতে সুধু মাত্র রাষ্ট্রীয় উদ্যোগ না জন সচেতনতা প্রয়োজন। তাই শহরে চলাচলে উচ্চমাত্রার হর্ণ পরিত্যাগ করাসহ অপরিকল্পিত পাহাড় কাটা, অবৈধ নদী দখল, পাখি হত্যা থেকে আমাদেরও বিরত থাকতে হবে।
সমাবেশ শেষে সাইকেল র্যালিটি শহর প্রদক্ষিণ করে।