অধিকার ডেস্ক:: রাজধানীর ডেমরা মাতুয়াইলের ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে একজনের ঝুলন্ত মরদরহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। নিহতের নাম মোবারক হোসেন (৩৩)। তিনি পেশায় ফার্মাসিস্ট।
হাসপাতাল কর্তৃপক্ষ তার এ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছে। তবে মোবারকের স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, নিহত মোবারক পেশায় একজন ফার্মাসিস্ট। পরিচালকের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতর স্বজন নাহিদ হোসেন জানান, বর্তমান দক্ষিণ দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন মোবারক। ভোলার লালমোহন উপজেলায় তাদের বাড়ি। তিনি সাত মাস আগে বিয়ে করেছিলেন।
নাহিদের মতে, মোবারক আত্মহত্যা করতে পারেন না। তিনি বলছেন, বিষয়টি সন্দেহজনক। তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানো হচ্ছে কি-না সঠিক অনুসন্ধান দরকার।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।