অধিকার ডেস্ক:: রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে মো. মজিবর রহমান (২৩) নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দক্ষিণ কমলাপুরের ১৩৫/ডি নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝোলানো মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মজিবর।
তিনি আরও জানান, মজিবরের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।