রুবেল মিয়া, রাজবাড়ী প্রতিনিধি:: জেলার পাংশা পৌরসভার পশ্চিমপাড়ায় কদমগাছের ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।।
পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে নিহত আরাফাত।
আজ (২৭ মে) বেলা ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধিকারকে বলেন, আরাফাত বেলা ১২টার দিকে তার বাড়ির পাশে কদমগাছে ফুল পাড়তে গাছ ওঠে । রাতের ঝড়ের কারনে বিদ্যুতের তাড় ছিড়ে গাছে লেগে থাকে।
কদমগাছটি বিদ্যুাতায়িত হয়ে থাকায় আরাফাত গাছের সাথেই ঝুলে থাকে। পরে তার পরিবারের লোকজন টের পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন দিলে বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপর শিশুটির মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।