পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে সাংবাদিক মাসুম সিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বাজার রোড এলাকায় ঘটে এ ঘটনা।
দৈনিক ইনকিলাব পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মাসুম সিদ্দিকী জানান, যুবলীগ কর্মী শফি হাওলাদার তার উপর এ হামলা চালায়। তবে কি কারনে তার উপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি সাংবাদিক মাসুম সিদ্দিকী।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হামলার ঘটনায় পটুয়াখালী প্রেসক্লাব, পটুয়াখালী জেলা সাংবাদিক ফোরাম সহ জেলার বিভিন্ন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।