পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদে আল-নাহিয়ান খান জয়কে সভাপতি ও লেখক ভট্রাচার্যকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় সদর থানা কমপ্লেক্স সামনে থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল শুরু হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাটে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমন ভুইয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান কাজী, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান।
সমাবেশ শেষে মিছিল করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী অংশগ্রহন করে।