নয়ন মৃধা,পটুয়াখালীঃ পটুয়াখালী শহরের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে রুহুল আমীন নামের এক ব্যাক্তর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত ব্যাক্তির পকেট থেকে নোটবই, মোবাইল ও একটি চাবি পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানািয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কোচ দিয়ে মাছ ধরতে বের হয়ে একজন লাইটের আলোতে কচুরিপানার মধ্যে মাথাগোজা অবস্থায় লাশটি দেখতে পেয়ে চিৎকার করে। তারপর সকলে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার শেখ বিল্লাল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহটি একজন পুরুষের, তার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি গনপূর্ত বিভাগের অবসর প্রাপ্ত পাম্প চালক। কি কারনে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।