নেত্রকোনা প্রতিনিধি :: ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মণি সিংহের জীবনীর ওপর আলোচনা সভা উপজেলার টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধন করেন কমরেড মণি সিংহ মেলা কমিটির আহ্বায়ক, প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারী।
অন্যান্যের মধ্যে কমরেড মণি সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা আসলাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অজয় কুমার সাহা, উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলমসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় শিল্পীগোষ্ঠী ও ডিএসকে (ঢাকা) সাংস্কৃতিক দল জীবনমুখী নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।