অধিকার ডেস্ক: নারী ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাদক এর ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
নারী ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মারিয়ান চৌধুরীর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রীনা কর্মকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক নিবাস রঞ্জন দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মাহমুদা ইমাম, মূল আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষনা কেন্দ্রের পরিচালক ডাঃ এস কে নিজাম, জাহিদ হোসেন প্রমুখ।
উক্ত সভায় মাদকের, প্রভাব ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয় । আলোচনা শেষে প্রশ্নত্তোর পর্ব ছিল । পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের কর্মীবাহিনী ।
আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, সংগঠনের সহ-সভাপতি হাছিনা বেগম ,সহ-সম্পাদক মরিয়ম ইসলাম,সদস্য মোবাশ্বেরা
বেগম,সদস্য রোকসানা আক্তার, নাজনীন বেগম, হালিমা বেগম প্রমুখ ।