নান্দাইল প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইলে শ্লীলতাহানি করায় এক যুবককে ১ মাসের কারাদ- দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার আরজু ফকিরের ছেলে কমন মিয়া (২২)র
পুরান বাস স্ট্যা-ের ‘স্টুডিও পুতুল’ এ হাওলাপাড়া গ্রামের জনৈকা (৩০) ছবি তুলতে যায়। সেখানে স্টুডিওর মালিক কমন মিয়া তাকে নানান বাহানায় অনেকক্ষণ বসিয়ে রেখে উত্যক্ত ও শ্লীলতাহানি করে।
ওই মহিলা ছবি তুলে কৌশলে বের হয়ে এসে, উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হন।
ঘটনার সত্যতা প্রমানের পর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ডেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে কমন মিয়াকে এক মাসের কারদ- দিয়ে
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।