নিজস্ব প্রতিবেদক , রাজশাহী:: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজশাহী জেলা শাখার উদ্যোগে ফুলবাড়ি দিবস উপলক্ষে আজ (২৬/০৮/২০১৯) সোমবার বিকাল ৫.০০ টায় সিপিবি জেলা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফোকলোর বিভাগের শিক্ষক ড. এম আমীরুল ইসলাম কনককে আহ্বায়ক এবং বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সিপিবি জেলা সভাপতি কমরেড এনামুল হক এর সভাপতিত্বে এবং বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক ও জাতীয় কমিটি রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব কমরে আলফাজ হোসেন যুবরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড. এম আমীরুল ইসলাম কনক, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বাসদ রাজশাহী জেলা সদস্য সোহরাব হোসেন প্রমুখ।
আগামি ছয় মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজশাহী জেলা শাখা অন্য সদস্যরা হলেনঃ
সদস্যঃ
★এনামুল হক, সভাপতি, সিপিবি, রাজশাহী জেলা
★রাগীব আহসান মুন্না, সাধারণ সম্পাদক, সিপিবি, রাজশাহী জেলা
★মুরাদ মোর্শেদ, সমন্বয়ক, গণসংহতি আন্দোলন, রাজশাহী জেলা
★সোহরাব হোসেন, সদস্য, বাসদ, রাজশাহী জেলা
★জুয়েল রানা, সদস্য, গণসংহতি আন্দোলন, রাজশাহী জেলা
★আব্দুল কাইয়ুম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র,
★হাসিব রেজা, শ্রমজীবী সমিতি
★শামসুল আবেদীন ডন, প্রগতিশীল শিক্ষক ফোরাম
★রবিউল ইসলাম সানি, যুব ইউনিয়ন
★রিদম শাহরিয়ার, আহবায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
★জিন্নাত আরা সুমো, ছাত্র ফেডারেশন
নবনির্বাচিত কমিটি আগামি দিনে রাজশাহীতে তেল-গ্যাস রক্ষার আন্দোলনে দৃঢ় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।