অধিকার ডেস্ক :: নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেট এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বরাবর স্মারকলিপি পেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় চৌহাট্টাস্থ সিভিল সার্জন এর কার্যালয়ে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বরাবর নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ জেলায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এসময় সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় সিলেটে ডেঙ্গু প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেটের নেতৃবৃন্দকে অবহিত করেন।
স্মারকলিপি পেশ ও মতবিনিময় সভায় নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, বাংলাদেশ জাসদ মহানগর সভাপতি জাকির আহমদ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম,এ মতিন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক সিকান্দর আলী, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি জেলা সহ সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমন, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ জুনেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাসদ মহানগর এর আলঙ্গীর আহমদ চৌধুরী, জাসদ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ মুক্তার, যুব ইউনিয়ন জেলা সাধারণ নিরঞ্জন দাশ খোকন, চারণ এর সংগঠক রুবাইয়াত আহমদ, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ ঈদের আগেই জেলার অন্তর্ভুক্ত সকল সরকারি-বেসরকরি হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ কীট, প্লাজমা, প্লাটিলেট টেস্টের রিএজেন্ট সরবারহ করা। বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তোলে ধরা হয়। নাগরিক অধিকার রক্ষা আন্দোলন, সিলেট এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ ও লিফলেট বিতরনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার আম্বরখানা পয়েন্টে সমাবেশ ও লিফলেট কর্মসুচিও অনুষ্ঠিত হয়।