ঠাকুরগাঁও প্রতিনিধি :: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ ঠাকুরগাঁওয়ে মো: শাহিন (৩০) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে । শনিবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে এ ঘটনা ঘটে। শাহিন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের রফিকুলের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে শাহিন। এসময় রত্নাই সীমান্তের ৩৭৮/৪ এ পিলার এলাকা থেকে তাকে আটক করে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পরে তাকে ভারতীয় পুলিশের হাতে শোপর্দ করা হয় ।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক বিএসএফএর হাতে শাহিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবি জানান, আমরা এ বিষয়ে নিশ্চিত নই। তবে বিএসএফ এর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।