ঠাকুরগাঁও প্রতিনিধি:: নিকার সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘ভূল্লী থানা’ অনুমোদন হওয়ায় এলাকাবাসি ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানান।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভূল্লী বাজার এলাকায় এলাকাবাসী আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ও ভুল্লি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুক্তি প্রমুখ।
বক্তরা নিকার সভায় ভূল্লী থানা অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপের প্রশংশা করেন।