অধিকার ডেস্ক :: ঝিনাইদহে জামান জুট মিলে মেশিন পরিষ্কার করার সময় হাত কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হিলু মণ্ডল (৫০)। তিনি উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মণ্ডলের ছেলে এবং মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক ছিলেন।
জামান জুট মিলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, “হিলু মেশিনে কাজের সময় তার ডান হাত কাটা পড়ে। তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।”
সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হিলু সকালের শিফটে কাজে এসে মেশিন পরিষ্কার করছিলেন। এ সময় তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে কাটা পড়ে।
“তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে তিনি মারা যান।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মিজানুর রহমান।