অধিকার ডেস্ক :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়াকে যুক্তিযুক্ত মন্তব্য করে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অহেতুক সময় নষ্ট না করে মুক্তির জন্য খালেদা জিয়ার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের পর তিনি একথা বলেন।
কামরুল বলেন, জামিন আবেদন খারিজ যুক্তিযুক্ত হয়েছে। অহেতুক সময় নষ্ট না করে সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা প্রার্থনা করা উচিৎ।
দুর্নীতি মামলায় খালেদা জিয়ার মুক্তি পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, এই মামলার অবস্থান বিবেচনায় খালেদার জামিন পাওয়ার কারণ নেই। এখন বিএনপির আইনজীবীদের সামনে ওই পথটাই খোলা রয়েছে, তা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষামা প্রার্থনা। তাদের সেটাই অনুসরণ করা উচিৎ।
কামরুল ইসলাম বলেন, একমাত্র রাষ্ট্রপতি চাইলে সব মামলায় খালেদা জিয়াকে ক্ষমা করে দিতে পারেন। এর জন্য সব দোষ স্বীকার করে খালেদা জিয়াকে ক্ষমা প্রার্থনা করতে হবে।