পাবনা সংবাদদাতা :: “করোনায় থামবে না পড়া” এই স্লোগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবনা জেলার উদ্যোগে শুরু হলো অদম্য পাঠশালার কার্যক্রম।
আজ ৬ জুন শনিবার পাবনার আটঘোড়িয়া উপজেলার ইসলামপুরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য শারীরিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে অদম্য পাঠশালার কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পূর্ন সদস্য ওসমান গনি মুন।
অদম্য পাঠশালায় স্বেচ্ছশ্রম কার্যক্রমে যুক্ত থাকবেন পবানা এডওয়ার্ড কলেজের ছাত্র জান্নাতুল নাঈমসহ বিভিন্ন কলেজের ছাত্র রাসেল আহাম্মেদ শামীম শাহরিয়ার, নিবিড় হাসান টুটুল, আহাম্মেদ মুস্তাকিম, নামুর হাসান নিরব, মৃদুল, রনি প্রমুখ।
উদ্বোধনে নেতৃবৃন্দ আহ্বান জানান কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অদম্য পাঠশালার কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।